Calcutta time : আজকে ভালোবাসার দিন। তবে আজকের দিনেই সোশ্যাল মিডিয়ায় নুসরতের ওপর রাগ প্রকাশ করলো যশ। তাঁদের প্রেম থেকে বিয়ে, সন্তান, সংসার সবসময়ই চর্চায় অনুরাগীরা। যদিও একে অপরকে নিয়ে সেভাবে কোনও কথা শেয়ার করতে চান না তাঁরা। তবে প্রেম দিবসে একে অপরের সম্পর্কে বলল তাঁরা।

বর্তমানে ঈশানকে কেন্দ্র করে বের হচ্ছে যশরতের প্রেমকাহিনি, তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও নুসরত বারংবার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ও যশ জমিয়ে করছেন বাবা-মার জীবন। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তাঁরা। তবে এবার তাঁদের প্রথম দেখা থেকে প্রেম নিয়ে মুখ খুলেছেন যশরত।

উল্লেখ্য, এসওএস কলকাতা ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন যশ ও নুসরত। সেই ছবির সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম পর্ব। তবে তাঁদের প্রেম Love at first sight ছিল না। প্রথম সাক্ষাতে একে অপরের প্রতি বিরূপ মনোভাবই ছিল। যশ ও নুসরত দুজনেই বলেন, একে অপরকে একদম পছন্দ করতেন না তাঁরা। যশ বলেন প্রথম দেখায় তাঁর মনে হয়েছিল,’এরকম মানুষের থেকে দূরে থাকতে হয়’ আর নুসরতের মতে,’যশ ছিল ডেঞ্জার জোন। এই জোনের থেকে দূরে থাকতে হবে।’

অভিযোগের সুরে নায়ক বলেন,’ও আমার প্রযোজককে গিয়ে বলে, আপনার হিরো রোমান্স করতে পারে না, সেই কর্মই ফিরে এল জীবনে’। ‘কলেজজীবনে যা যা করা হয়নি সেইসবই এখন করছি’। বোঝাই যাচ্ছে  যশরত এখন একে অপরের সাথে জমিয়ে সময় কাটাচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here