Calcutta time : তারকা অভিনেত্রী মানেই হলো ভিন্ন রহস্য। ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া, বয়স সবকিছু নিয়েই কৌতূহলী লেগে থাকে অনুরাগীদের। তেমনি জানতে চায় যে টলিপাড়ার সুন্দরীরা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। তাহলে দেখে নিন ইন্ডাস্ট্রির লাস্যময়ী অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতার তালিকা।
১) কোয়েল মল্লিক – নানান বিতর্ক এড়িয়ে চলতে ভালোবাসেন এই অভিনেত্রী। অভিনয় এবং সংসার নিয়ে সুখী গৃহকোণ তাঁর। শিক্ষাগত যোগ্যতার কথা বললে বড়ল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
২) ঋতুপর্ণা সেনগুপ্ত – ৯০- এর দশকে ইন্ডাস্ট্রিতে এসেছেন তিনি। এখনও তার জাদু অব্যাহত। রূপ অভিনয় সবেতেই বাজিমাত করেছেন তিনি। লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই অভিনেত্রী
৩) শ্রীলেখা মিত্র – টলিপাড়ার বিতর্কিত অভিনেত্রী তিনি। রাজনীতি হোক চাই সামাজিক বিষয় সবকিছু নিয়েই আলোচোনায় থাকেন তিনি। জানিয়ে রাখি জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন। পরবর্তীকালে মাস্টার্স করার উদ্দেশ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিলেও তা আর সম্পূর্ণ করেননি।
৪) শুভশ্রী গাঙ্গুলি – পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী যেমন সুন্দরী তেমনই গুনি। এখন নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পড়াশোনার কথা বললে লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন শুভশ্রী।
৫) পাওলি দাম – নিজের বোল্ড অবতারে লাখো পুরুষের হৃদয় ঘায়েল করেছেন তিনি। ইনি বিদ্যাসাগর কলেজ থেকে কেমেস্ট্রি অনার্স নিয়ে নিজের স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। এরপর কেমিস্ট্রি নিয়েই পোস্ট গ্র্যাজুয়েশন করেন রাজাবাজার সায়েন্স কলেজ থেকে।
৬) নুসরত জাহান – অভিনেত্রী তথা সাংসদ অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচিত হন। ভবানীপুর কলেজ থেকে বি.কম অনার্স পাশ করেছেন নুসরত জাহান।
৭) শ্রাবন্তী চ্যাটার্জি – টলিউডে ব্যক্তিগত বিষয় নিয়ে সবথেকে চর্চায় থাকেন ইনি। একাধিক বিয়ে হোক আর ছেলের সঙ্গে বিতর্কিত ছবি তোলা। বিতর্কের আরেক নামই যেন শ্রাবন্তী। এই টলি সুন্দরীর শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়। সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন তিনি। তবে, শিক্ষাগত যোগ্যতা বেশি না হলেও, তাঁর অভিনয়ের দক্ষতা কিন্তু অন্যদের তুলনায় কম নয়।