Calcutta time – এবার নৈহাটিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল নৈহাটিতে। ঘটনা নৈহাটির কালীমন্দির এলাকার।সোমবার অন্যান্য দিনের মতোই বাড়ির পাশের মাঠে খেলা করছিল ওই নাবালিকা। অভিযোগ পাশের পাড়ার এক ব্যক্তি ওই নাবালিকাকে ডেকে মাঠের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাবালিকার সঙ্গে থাকা তার ভাইকে মারধর করে তাড়িয়ে দেয়। এমনটাই দাবি নাবালিকার প্রতিবেশীদের।

সূত্রের খবর, বোনকে মাঠের পাশে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে দেখে নাবালিকার ভাই দৌড়ে এসে তার মাকে খবর দেয়। পরিবারের লোক ও পাড়ার লোকজন সেই জঙ্গলে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে

এদিকে, অভিযুক্তকে ধরে ফেলে পাড়ার লোকজন। তাকে নৈহাটি পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে জায়গায় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় সেখানে রোজই নানা ধরনের অসামাজিক কাজকর্ম চলে। নিয়মিত বসে জুয়া ও মদের আসর। ওইসব অসামাজিক কাজকর্ম বন্ধের দাবি করেছেন এলাকার লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here