বিনীতা দাস : এবার পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভ চলছে। জ্বলছে আগুন, কোথাও জোড়াফুলের প্রতীক ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার কথা ভেসে আসছে। আবার কোথাও বা একসাথে দুজন প্রার্থীকে প্রচারে নামতে দেখা যাচ্ছে। প্রার্থী তালিকা ঘিরে অস্বস্তি চেপে রাখা  কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে রাজ্য শাসক দলের কাছে।

সূত্রের খবর, আর নতুন করে কোনো প্রার্থী তালিকা প্রকাশের কথা ভাবছে না তৃণমূল নেতৃত্ব। ফোন অথবা ই-মেল এর মাধ্যমে জেলা নেতৃত্বকে প্রার্থী বদলের কথা জানিয়ে দেওয়া হচ্ছে এমনটাই দলীয় সূত্র থেকে জানা গিয়েছে। জায়গায়-জায়গায় যেভাবে বিক্ষোভ অসন্তোষজনক পরিস্থিতি দেখা দিয়েছে সাধারণত তা সামাল দিতেই তৃণমূল কংগ্রেস এই নতুন পদক্ষেপে এগোচ্ছে

তালিকা প্রকাশ নিয়ে তৃণমূল কংগ্রেস – এর বক্তব্য হল প্রকাশিত দুটি তালিকার মধ্যে খুব বেশি তফাৎ নেই। সূত্রের খবর, দুটি তালিকার মধ্যে ৫ শতাংশের মতো ফারাক রয়েছে। আবার রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, দুই তালিকার মধ্যে ফারাক রয়েছে ৫-১০ শতাংশ। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে – যেসব জায়গায় এখনও বিভ্রান্তি দেখা যাচ্ছে, সেই সমস্ত জায়গায় ফোন বা ইমেল এর মাধ্যমে জেল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হচ্ছে – কাকে, কোন ওয়ার্ডে দলের তরফে মনোনীত করা হয়েছে। আগামী ৯ই ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here