কোয়েল বিশ্বাস : প্রায় ১০ বছর পর এমন এক চরিত্র পেয়েছেন ইয়ামি গৌতম, ‘আ থার্সডে” মুভিতে তার অভিনয় দেখে আবেগপ্রবন হয়ে পড়ে তার পরিবারের লোকজন।

সম্প্রতি ডিসনি প্লাস হর্টস্টারে ট্রেলার রিলিজ করেছেন ‘ আ থার্সডে’। সেখানেই এক খুব ইনটেন্স একটা চরিত্রে দেখা গেছে তাকে। ইয়ামির পারফোরম্যন্স নিয়ে কথা হচ্ছে প্রায় সব জায়গাতেই। স্কুলের বাড়িতে আটকে রাখে ইয়ামি অভিনীত নয়না

এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, এই ধরনের চরিত্র সে আগে করেনি। তার এই চরিত্র  দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন  পরিবারের  লোকজন।  ছবির সিকুয়্যেল নিয়েও কথা বলেছেন তিনি।

ইয়ামি বলেছেন, “ছোটো ছবি হলেও এই ছবির প্রভাব পড়েছে অনেকটাই।“ তিনি আরো বলেন “এই ছবির অংশ হতে পেরে আমি গর্ববোধ করছেন।“ সিক্যুয়াল হবে কি? এই প্রশ্ন করতেই তিনি বলেন, “ আমি যদি  ছবির প্রযোজক হতাম নিশ্চয়ই সিক্যুয়াল তৈরি করতাম।“ অনেক বছর ধরেই এরকম এক চরিত্রের অপেক্ষা করছিলেন তিনি। এক জায়গাতেই থেমে  ছিলেন তিনি, কিন্তু এই ছবি তাকে আবারো নতুন ভাবে ফিরে আসতে সাহায্য করেছে।

ইয়ামি জানিয়েছেন, “এই ছবির সাথে আমি দারুন ভাবে জড়িয়ে পড়েছি”। ইয়ামির সদস্যদেরর কাছে তাঁর ‘আ থার্সডে’-এর চরিত্রটা একটা মাইলফলক। এই চরিত্র পেতে তাঁর ১০ বছর সময় লেগেছে। প্রত্যেকেই নাকি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here