Calcutta time : মেয়াদের শেষ দিনে মুখ্যসচিবের পদ থেকে সরে দাঁড়ালেন আলাপন বন্দোপাধ্যায়। রাজ্য-কেন্দ্রের টানাপোড়েনে নিজের কর্মজীবন থেকে অবসর নিলেন তিনি। নিলেন না ‘এক্সটেনশন ‘। অনুমতিও দিলেন মমতা ব্যানার্জি। সঙ্গে আলাপনকে নয়া পদে নিয়োগও করলেন তিনি। আগামীকাল থেকে ৩ বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো তাঁকে। এক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যসচিব হলে হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “উনি আমার কাছে অবসর নেওয়ার অনুমতি চান। সেই অনুমতি আমি দিয়েছি। ”
আলাপন বন্দোপাধ্যায়ের বদলি নিয়ে রাজ্য-কেন্দ্রের সংঘর্ষ তুঙ্গে ছিল। রাজ্যের ‘রিলিজ অর্ডার’ না পাওয়ায় সেই সংঘর্ষে ইতি টেনে আজ দিল্লিতেও যাননি মুখ্যসচিব। অংশ নিয়েছিলেন মমতার ‘যশ’ বৈঠকে। তবে কেন্দ্রের বদলির চিঠির প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী নিজে চিঠি লেখেন মোদীকে। জানানো এখনই ছাড়া হচ্ছে না আলাপন বন্দোপাধ্যায়কে।আর তারপরেই মুখ্যসচিব নিজেই অবসর নিলেন। তবে কেন আজ দিল্লি যাননি তিনি তা নিয়ে কেন্দ্র শোকজ করেছে তাঁকে। নয়াদিল্লি সূএের খবর, দিল্লি না যাওয়ায় আলাপনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।




