Calcutta time : মধুমেহর বিভিন্ন লক্ষণ দেখা দেয় শরীরে। বিশেষজ্ঞরা এরকমই কয়েকটি বিশেষ লক্ষণের কথা জানাচ্ছেন। যা দেখা দেওয়া মাত্রই দ্রুত চিকিৎসা শুরু করার প্রয়োজন।

ডায়াবিটিস, ব্লাড সুগার। একই রোগের নানা নাম। এক একজন মানুষ এক এক নামে উল্লেখ করে থাকেন এই অসুখটিকে। রক্তে শর্করার মাত্র প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেলেই তা মধুমেহ রোগে পরিণত হয়।

বিশেষজ্ঞদের মতে, মধুমেহ এমনই একটা অসুখ, যা শরীরে একবার দেখা দিলে তা সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হয় মানুষকে। এর থেকে সম্পূর্ণ সেরে ওঠার কোনও রাস্তা নেই এখনও পর্যন্ত। কিন্তু নিয়ম মেনে চললে এবং চিকিৎসকের পরামর্শ মতো চললে নিয়ন্ত্রণে রাখা যায় মধুমেহকে। এর নানা লক্ষণ দেখা দেয় শরীরে। যা নজরে পড়লে দ্রুত চিকিৎসার প্রয়োজন।

১) স্বাস্থ্যকর নখের রং হালকা গোলাপি। তা পরিস্কার। সমান। এবং তাতে কোনও অস্বাভাবিক কিছু নেই। কিন্তু নখে যদি সামান্য কিছুও অস্বাভাবিকতা নজরে পড়ে, তাহলে তা কোনো না কোনও রোগের লক্ষণ।

২) বিশেষজ্ঞরা জানাচ্ছে, নখ যদি হলদেটে হতে শুরু করে, নখের কোনায় যদি হাজা ধরনের কিছু হতে দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

৩) মধুমেহ রোগীদের ক্ষেত্রে প্রথম লক্ষণ হিসেবে নখের কোনে হলুদ ভাব দেখা দিতে শুরু করে। পরবর্তী পর্যায় নখ পচতে শুরু করে। অনেকেই এই সমস্যাগুলিতে সাধারণ সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু এটাই মধুমেহ রোগের লক্ষণ। আপনার নখেও যদি এমন কিছু দেখা দেয়, তাহলে তা চিন্তার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here