ক্যালকাটা  টাইম  :  সবথেকে লজ্জাজনক ঘটনা, ভারতীয় ক্রিকেটার তথা সারা বিশ্বে নাম মহেন্দ্র সিং ধোনির ছোট্ট মেয়ে যাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি,

খেলায় হারজিত তো থাকবেই খেলোয়াড়দের খেলার উত্থান-পতন থাকেই কিন্তু তাই বলে জঘন্যতম হুমকি? জঘন্যতম কথা ছেড়ে দিন এরকম চিন্তা ভাবনা যার মাথা থেকে আসে, যে বা যাদের মাথা থেকে আসে, তাদেরকে ধর্ষক বলা যায় না  ? তাদের ক্রিমিনাল বলা যায় না ?   ঘটনাটি ঘটেছে শুক্রবারে আইপিএলে খারাপ ফর্ম এবং সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিং এর ক্রমাগত পরাজয় ক্ষিপ্ত হয়ে কোন ব্যক্তি ইন্সট্রাগ্রাম টুইটার ফেসবুকে হুমকি দিলো ধর্ষণের তাও ধোনির পাঁচ বছরের কন্যা জিভাকে। ওই ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় লিখেছে ” তেরে বেটিকো রেপ কারু ”

এই ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সোশাল মিডিয়ায়। এই ঘটনা য় মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী কোনো প্রতিক্রিয়া দেয়নি পাশাপাশি পুলিশ বা সাইবার অপরাধের প্রশাসক কোন হেলদোল নেই । আইপিএল এর আগে জুয়াড়ি ধরা পড়েছে বহুবার, এবার এই ঘটনা যা কোন ভারতীয় ক্রিয়া জগতে হয়নি সেরমই এক ঘটনা ঘটলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here