Calcutta time : ফের এবারও ভারতবাসীর মনে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছে পিভি সিন্ধু। রবিবার সকালে মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডেই জয় তাঁর। জায়গা করেনিলেন দ্বিতীয় রাউন্ডে। এদিন প্রতিপক্ষ ইজরায়েলের কে পলিকারপোভা রীতিমত কাবু সিন্ধুর দাপটে। গতবারে রিও অলিম্পিকে রুপোজয়ী এদিন টোকিওয় শুরুতেই কামাল দেখালেন।
রবিবার মুসাশিনো ফরেস্ট প্লাজার ২ নম্বর কোর্টে ইজরায়েলের প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। কে পলিকারপোভার বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন তিনি। মাএ ১৩ মিনিটে প্রথম সেটে ২১-৭ ব্যবধানে প্রতিপক্ষকে কাবু করে দেন।
তবে দ্বিতীয় সেটে সামান্য হলেও লড়াই করেন ইজরায়েেলের পলিকারপোভা। দ্বিতীয় সেট ২১-১০ ফলে জিতে নেন সিন্ধু। সময় নেন ১৬ মিনিট। সবমিলিয়ে মাত্র ২৮ মিনিটেই শেষ হয় লড়াই। অলিম্পিকের ষষ্ঠ বাছাই সিন্ধুর আত্মবিশ্বাসের কাছেই যেন হার মানল প্রতিপক্ষ। সেইসঙ্গে দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ হংকংয়ের ইয়া ন্যান চিউইং।