Calcutta time : আগামীদিনে প্রায় দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়। ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, ” ভারতে ৪০ শতাংশ মানুষ কাজ হারিয়েছে। বাংলা সেখানে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস করেছে। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে থাকি। বাংলায় যে থাকে সেই আমাদের পরিবারের সদস্য। আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে বাংলায়।”

শিল্প ক্ষেত্রে বাংলার সামগ্রিক চিত্র:  একইসঙ্গে কর্মদিবস রক্ষা নিয়ে রাজ্য সরকার জোর দেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,  “রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয় না। বাম জমানায় প্রতিবছর কর্মদিবস নষ্ট হত। রাজ্যের রাজস্ব আয় প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনাকালেও রাজ্যের জিডিপি দেশের থেকে বেশি ছিল। আমরা মানুষের মধ্যে বিভেদ করি না। ৯৫ শতাংশ মানুষ সরকারি প্রকল্পের দ্বারা উপকৃত।‘’ পাশাপাশি শিল্প ক্ষেত্রে বাংলার সামগ্রিক চিত্র তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “শিল্পের জন্য বাংলার নিজস্ব জমি আছে। ২০০-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে।

এমএসএমই-তে ১ কোটি ৭৫ লক্ষ মানুষ কাজ করছেন। বাংলা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গেটওয়ে। বাংলায় বিনিয়োগ করলে তার রেশ পৌঁছবে দক্ষিণ-পূর্ব এশিয়া। তাজপুর বন্দরের দিকে আমরা তাকিয়ে আছি’। জঙ্গলমহল সুন্দরী কর্মনগরী বিনিয়োগ হবে। দেউচা পাঁচামিতে ২ বৃহত্তম কয়লা ব্লকের হদিশ মিলেছে। ইতিমধ্যেই পুনর্বাসন প্রকল্প চালু হয়েছে। ৩টি শিল্প করিডোরের পরিকল্পনা রয়েছে। ওএনজিসি-র তেল উত্তোলন চালু হচ্ছে অশোকনগরে। শিল্পে বাংলাকে এক নম্বর করে তোলাই আমাদের লক্ষ্য।‘’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here