Calcutta time : একদিকে স্বামী ব্যাস্ত অভিনেত্রী সারা আলী খানকে নিয়ে। অন্যদিকে স্ত্রী ক্যাটরিনা দেশ ছাড়লেন! জানা যায়, এক সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন সারা ও ভিকি, সেই ছবির শ্যুটিং হয়েছে ইন্ডোর জুড়ে। সেখানেই সাদা মাটা শাড়িতে দেখা মিলেছে সারা আলি খানের। ইতিমধ্যেই ভিকি কৌশলের নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা তিনি শেয়ার করেছিলেন শ্যুটিং স্পট থেকে।
ছবির শ্যুটিং শেষ করে মুম্বইতে ফিরলেন সারা আলি খান ও ভিকি কৌশল। সারা ও ভিকি দুজনেই ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন বিমান বন্দরে। সেখানে পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন তাঁরা।
বিমান বন্দরে একে অপরকে জড়িয়ে ধরলেন সারা ও ভিকি। তারপরেই উঠে পড়েন নিজেদের গাড়িতে। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় নেট চর্চা। আজই মুম্বই ছাড়লেন ক্যাটরিনা কাইফ। ছবির শ্যুটিংয়ের জন্য যেতে হল তাঁকে। এবার টাইগার থ্রি-তে সলমন খানের সঙ্গে দেখা যাবে তাঁকে।
তবে বিয়ের পরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই দম্পতি। ভিকি বাড়ি ফিরলেও থাকা হচ্ছে না ক্যাটরিনার। নেটিজেনরা বলছেন, ‘বিয়ে করেও আলাদা থাকতে হচ্ছে ! ” সত্যিই তাই বিয়ের পর থেকেই একের পর এক কাজে ব্যস্ত দুই তারকা। ওদিকে সারার সঙ্গে ঘনিষ্ট ভিডিও দেখে অন্য কথা বলছেন অনেকে। বিয়ের পরেই ক্যাট ও ভিকি জানিয়েছিলেন তাঁরা ব্যস্ত থাকবেন নিজেদের পরের ছবির শ্যুটিংয়ে।
আপাতত এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট করে চলেছেন নেটিজেনরা। অনেকেই সারা ও ভিকির জুটিকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। এখন দেখার পালা ক্যাটরিনার সঙ্গে কবে জুটি বাঁধেন ভিকি কৌশল।