Calcutta time : শীতকালে আমাদের প্রত্যেকেরই ত্বকে প্রায়শই ট্যান পড়ে। আর এই ট্যান থেকে মুক্তি পাওয়া কঠিনই হয়ে পড়ে, তাই আমরা প্রায়ই বেছে নিই দামি বিউটি প্রোডাক্ট। অনেক সময় তাতে ভালো হয় না।

এই শীতে কীভাবে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাবেন?

১) ব্যাসন –
বেসন দিয়ে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য বেসন, হলুদ, লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ও ত্বকে লাগান। এখন এটি প্রায় ২০ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিন। এরপর গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

২) মধু – আমরা সবাই জানি যে মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তাই এটি বেশিরভাগ সৌন্দর্য প্রডাক্টে ব্যবহৃত হয়। একটি পাত্রে মধু এবং দই মিশিয়ে মুখে এবং ত্বকে প্রায় ২০ মিনিট লাগিয়ে রেখে দিন। সবশেষে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩) টমেটো – টমেটো এমন একটি সবজি যার মাধ্যমে রান্নার রেসিপির স্বাদ বাড়ে, কিন্তু আপনি কি জানেন এর সাহায্যে ত্বকের ট্যানিং থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য, আপনি টমেটো ম্যাশ করুন এবং এই পেস্টটি মুখ এবং শরীরের ট্যান পরা অংশে ১৫ মিনিটের জন্য লাগান এবং তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এই প্রসেসটি অনুসরণ করলে আপনি ভালই ফল পাবেন।

ব্রণ দূর করবেন ?
তাহলে নুন ও দুধের পেস্ট ট্যানিং দূর করার পাশাপাশি ব্রণর দাগ থেকেও মুক্তি দেয়। এর জন্য দুধ-নুনের পেস্টে আধা চা চামচ কালো তিল এবং আধা চা চামচ সর্ষের তেল মিশিয়ে নিতে হবে। এবার এই পেস্টটি আপনার মুখেও লাগান। এতে ব্রণও দূর হবে। এই পেস্টের সাহায্যে মুখ সুন্দর হবে এবং ত্বকও উজ্জ্বল হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here