Calcutta time : এবার মাধ্যমিকের সূচির বদল ঘটাল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ১লা মার্চ – এ। এদিন উপনির্বাচন পড়ায় পরীক্ষার দিন বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ মধ্যশিক্ষা পর্ষদ একটি জরুরি বৈঠক করে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে। এরপরেই পরীক্ষার দিন বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ১লা মার্চের পর ২রা মার্চ পরীক্ষা রয়েছে মাধ্যমিকের। বিস্তারিত আছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এবছর ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নির্ধারিত হয়। কিন্তু ওই একই দিনে সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলত নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা কীভাবে সম্ভব তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পর্ষদের আধিকারিকরা।

এর পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যান সাগরদিঘী অঞ্চলের অসংখ্য পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা। এরপরেই এই নিয়ে জরুরি বৈঠকে বসেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

এছাড়াও, পর্ষদ সূত্রে জানানো হয়েছে যে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here