Calcutta time : বঙ্গে প্রাথমিক টেট পরীক্ষায় ইতিমধ্যেই অনলাইন ফর্ম ফিলাপ শেষ হয়েছে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩ রা নভেম্বর, ২০২২, পূর্ব নিরধারিত সুচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১১ই ডিসেম্বর, ২০২২, তবে এবারে পর্ষদের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ – এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যার নম্বর- 1572/WBBPE/2022, তারিখ – ২৯.৯.২০২২, এই প্রাথমিক টেট পরীক্ষার মাধ্যমে মোট নিয়োগ করা হবে ১১ হাজার থেকেও বেশি প্রাথমিক শিক্ষক – শিক্ষিকা। বহু দিন ধরেই এই নিয়ে বেশ জল্পনা চলছিল। অবশেষে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সমস্ত বিস্তারিত বিবরণ মেনেই হতে চলেছে পরীক্ষা।
উল্লেখ্য, সম্প্রতি জানা গেছে, এবারের প্রাইমারি টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার ৭ দিন আগেই। পরীক্ষার্থীদের যাতে সেক্ষেত্রে কোন অসুবিধা না হয়, সেদিকে সদা সতর্ক আছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা WBBPE, এছাড়াও আরও একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে পর্ষদ।
রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই একগুচ্ছ নিয়ম তথা নতুন আপডেট বলে দেওয়া হয়েছিল। এবারে জানানো হল, রাজ্যের এই প্রাথমিক টেট পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে ২ টো ৩০ মিনিট পর্যন্ত। এই পরীক্ষা হবে প্রতি বছর ২ বার করে। এই বিষয়ে জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়।