বারংবার শিরোনামে উঠে এসেছে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম। সৌজন্য ‘বেসুরো রাজনীতি’। দলে সম্মান না পাওয়া থেকে শুরু করে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরণ ঘটিয়েছেন কৃষ্ণ।

এবার সেই কৃষ্ণকে নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। ‘নবাগত বিধায়ক’ দলের নিয়ম কানুন জানেন না বলেই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।

শনিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “কৃষ্ণ কল্যাণী পার্টিতে নতুন এসেছেন তাই সমস্ত নিয়ম কানুন জানেন না। আস্তে আস্তে শিখে নেবেন।” সম্প্রতি বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে রায়গঞ্জের দলীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কোন্দল প্রকাশ্যে আসে সম্প্রতি। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান, জেলা কমিটির কোনও দলীয় কর্মসূচিতে আর তিনি থাকবেন না।

তিনি অভিযোগ করেন, ‘জেলা সভাপতি বাসুদেব সরকার ষড়যন্ত্র করছে তাঁর বিরুদ্ধে। বার বার দলীয় রাজ্য নেতৃত্বকে এই বিষয়ে জানানোর পরও কোনও লাভ হয়নি তাঁর। উল্টে বাসুদেব সরকার এখনও তাঁর বিরুদ্ধে কথা বলে চলেছেন বলে দাবি করেন কৃষ্ণ।’ একই সঙ্গে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর দাবি, রায়গঞ্জের মানুষ তাঁদের সাংসদকে এলাকাতেই পান না।

এদিকে দেবশ্রী চৌধুরীও বলেন, “কৃষ্ণের মানসিক সমস্যা হয়েছে। আমি ওর ব্যপারে কিছু বলব না। আমি সংগঠন থেকে উঠে এসেছি।” তবে বিষয়টিকে যে দল এতটা লঘু করে দেখছে না দিলীপ ঘোষের শনিবারের মন্তব্যে তা স্পষ্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই কৃষ্ণ কল্যাণীর দল বদল নিয়ে একটা জোরাল জল্পনা তৈরি হয়। দলের জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে তাঁর এ ভাবে সরব হওয়া নিয়ে নানা প্রশ্ন ওঠে দলের অন্দরেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here