সুতপা দে সরকার : বয়সের একটি নির্দিষ্ট সময়ের পর পুরুষ, মহিলারা কম-বেশি সকলেই নিজের মুখমন্ডলের ত্বকে সতেজতা বজায় রাখতে চান। ত্বকের যত্ন নিতে বাজারে লঞ্চ হওয়া বিভিন্ন কোম্পানির অনেক ধরনের প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে শুরু করেন। কিন্তু শেষ মুহূর্তে  ভেজাল মিশ্রিত প্রসাধনী দ্রব্যের অতিরিক্ত ব্যবহারই আপনাদের সুন্দর ত্বকের সর্বনাশ ঘটায়। তবে আপনি কি জানেন এমন কিছু ঘরোয়া পদ্ধতি আছে যার সাহায্যে আপনার ত্বক সুন্দর, সতেজ প্রাণবন্ত হয়ে উঠবে। সেটা হল – লেবুর কাটা খোসা।

অনেকেই আছেন যারা লেবুর কাটা খোসাগুলো ফেলে দেন। কিন্তু জানেন কি এই লেবুর কাটা খোসাগুলোই আপনার ত্বকের জন্য ঠিক কতটা উপকারি হয়ে উঠতে পারে। আসুন কি কি উপহার পেতে পারেন সেগুলি জেনে নিন।

১) লেবুতে ভিটামিন C থাকার ফলে আপনার মুখের কালো ছোপগুলো অনায়াসেই দূর হয়ে যায়।

২) লেবুর খোসার রসটি মুখে ভালোভাবে ঘষলে আপনি ত্বকের আদ্রতা ফিরে পাবেন।

৩) এছাড়াও লেবুর খোসাকে এক্সফ্লয়েটর হিসাবেও কাজে লাগাতে পারেন। এতে ত্বক ভালো থাকে।

৪) ত্বকের বলিরেখা মেটাতেও সাহায্য করে লেবুর খোসা।

৫) একটি পাত্রে পরিস্কার করা লেবুর রসগুলি নিসৃত করে নিন। তারপর এতে খোসাগুলো গ্রেট করে নিয়ে ভালোভাবে ত্বকে ঘসে নিন। কিছুদিনের মধ্যেই তফাতটা চোখে পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here