Calcutta time : অনেকেই মাঝে মধ্যে এটিএম কার্ডের মাধ্যমে অনলাইনে শপিং করে থাকেন। তাই ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত এই খবরটি আপনার জানা জরুরী। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে আগামী ১লা জুলাই থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু হতে চলেছে।

তবে এবছর ১লা জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। পরে সেই সিদ্ধান্ত বদল করা হয় বলে সূত্রের খবর। এই নতুন নিয়মে কোনো ব্যবসায়িক ওয়েবসাইট আর গ্ৰাহকদের কার্ড সংক্রান্ত বিবরণ পুরোপুরি সেভ করতে পারবে না। একে কার্ড টোকেনাইজেশন বলা হচ্ছে।

এই নতুন নিয়মে আপনি অনলাইনে শপিং করতে গিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলে যে বিশদ বিবরণ যেমন কার্ড নম্বর, কার্ড expiry date, CVV, ওটিপি ও ট্রানজাকশান পিন ইত্যাদি তা আর বারবার দিতে হবে না। বারবার কেনাকাটা করার সময় এত কিছু টাইপ করে পেমেন্ট করার বিষয়টা জটিল হওয়ার কারণে সেই সমস্ত ওয়েবসাইটগুলো গ্রাহকদের তথ্য অটোমেটিক্যালি সেভ করে রাখতো।

উল্লেখ্য, যাতে পরবর্তীতে ওই ওয়েবসাইট থেকে পেমেন্ট করার সময় আপনাকে দ্বিতীয়বার অত কিছু টাইপ না করতে হয়। এর ফলে সময় যেমন সময় বাঁচতো, তেমনি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য জমা থাকতো। কিন্তু এবার থেকে এই নতুন নিয়মের কারণে ওয়েবসাইটগুলোকে গ্রাহকদের কার্ড সংক্রান্ত সমস্ত ব্যক্তিগত তথ্য আগামী ৩০শে জুনের মধ্যে মুছে ফেলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here