Calcutta time : সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কালী মন্তব্য নিয়ে বিতর্ক চলছে বঙ্গ তথা দেশজুড়ে। এরই মধ্যে আবার শ্রীরামকৃষ্ণ থেকে বিবেকানন্দর কালী ভক্তির উল্লেখ করলেন মোদি।
এবার প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি শোনা গেল। গতকাল অর্থাৎ রবিবার স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। আর সেখানেই ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি শোনা যায়। তিনি বলেন, “শ্রীরামকৃষ্ণদেব কালীর উপাসক ছিলেন। তিনি নিজের জীবন দেবীর পায়ে সমর্পণ করেছিলেন। রামকৃষ্ণ বলতেন, এই বিশ্ব চরাচরে ব্যাপ্ত মা কালীর চেতনা। এই চেতনা বাংলা ও সারাদেশের মানুষের বিশ্বাসের মধ্যে নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দের মতো বিরাট মাপের মানুষও মা কালীর সামনে শিশুর মতো হয়ে যেতেন। যখনই বেলুড় মঠ যাই, গঙ্গার পাড়ে বসি, দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির দেখি গঙ্গার পাড়ে, একাত্ম বোধ করি”।
প্রসঙ্গত, এরপরই বিজেপির মালব্যর খোঁচা, সেই বক্তব্যর কথা সামনে রেখে নাম না করে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ট্যুইটারে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য । তিনি লেখেন, “প্রধানমন্ত্রী ভক্তিভরে শ্রদ্ধার সঙ্গে মা কালীর কথা বলেছেন। শুধুমাত্র বাংলার জন্য নয়, সারা ভারতের কথা বলেছেন।
অন্যদিকে এক তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকে রক্ষা করছেন।”
উল্লেখ্য, মহুয়া মিত্রের কালি মায়ের এই উক্তি নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে উঠেছে। শুধু বিরোধী দলই নয়, বিভিন্ন দল তাঁর এই মন্তব্যর পর নাম না করে আক্রমণ শানাচ্ছেন তাঁকে।