Calcutta time : শীত শুরু হওয়ার আগে বাজারে শীতকালীন সবজির দাম চড়া। বাজারদর নিয়ন্ত্রণে তাই আগেভাগে টাস্ক ফোর্সের সাথে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্ন সভাঘরে বৈঠকে একগুচ্ছ দাওয়াই দিলেন তিনি। বিশেষত হিমঘর মালিকদের উদ্দেশে কড়া নির্দেশ, কোল্ড স্টোরেজে মজুত ৫০ শতাংশ আলু বের করে দিতে হবে। বাজারে কম দামে বিক্রি করতে হবে।
উল্লেখ্য, মানিকতলা থেকে গড়িয়াহাট, কোলে মার্কেট থেকে বাঘাযতীন খুচরো দাম অনুযায়ী টমেটো, কড়াইশুঁটি, ফুলকপি, পিঁয়াজকলির মতো সবজির দাম এখনও মধ্যবিত্তের নাগালে নেই। এসব সবজি কিনতে পকেটে চাপ পড়ছে। কোথাও কোথাও শীতের নতুন কড়াইশুঁটি এখনও পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কেজি প্রতি ১০০ টাকায় বিকোচ্ছে। খুচরো বাজারে পিঁয়াজ এখন প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা। যদিও টাস্ক ফোর্সের সদস্যরা আশ্বাস দিয়েছিলেন, এই বাড়তি দাম বেশিদিন থাকবে না।
আর এরপরই টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনেই আলোচনা করেন তিনি। সেখান থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হিমঘর মালিকদের সাফ বলেন, “এত আলু মজুত করলে হবে না। ৫০ শতাংশ আলু কোল্ড স্টোরেজ থেকে ছেড়ে দিন। মানুষের স্বার্থে, বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করতে হবে। চাষিদের হাতে যেন সেই টাকা পৌঁছয়। যদি আপনারা তা না করেন, তাহলে আমি সুফল বাংলা স্টল থেকে আলু কমদামে বিক্রি করব।”