কোয়েল বিশ্বাস : ইন্ডাস্ট্রিতে স্তন প্রতিস্থাপন বা ইমপ্ল্যান্টসের ঘটনা অনেকের সাথে হয়েছে। রাখি সাওয়ান্ত থেকে শুরু করে আয়েষা তাকিয়া অনেক অভিনেত্রীর সাথেই ঘটেছে। এমনই দিপীকা পাড়ুকোনকেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি কি এই প্রস্তাব মেনে নিয়েছিলেন নাকি নেননি। এই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে, মাত্র ১৮ বছরের বয়সে তাকে এই প্রস্তাব দেওয়া হয়। সম্প্রতি তিনি একটি ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে এই নিয়ে কথা তোলেন।

দীপিকা জানান, এই দীর্ঘ অভিনয়ের জগতে কাজ করতে এসে বহু পরামর্শ পেয়েছেন। এর মধ্যে স্তন প্রতিস্থাপনের সুপারিশ অন্যতম, তাঁর কথায় “ব্রেস্ট ইমপ্ল্যান্ট করানোর কথা বলা হয়েছিল আমাকে। আমি করিনি, মাঝে মাঝে মনে হতো ওইটুকু বয়সেই কি করে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থেকেছিলাম আমি। এত জ্ঞান কি করে তৈরি হয়েছিল আমার।”

দীপিকার প্রথম সিনেমার হিরো ছিলেন শাহরুখ খান। তিনি শেয়ার করেন শাহরুখ খান তাকে অনেক সুপরামর্শ দিয়েছিলেন, তিনি বলেন শাহরুখ খানের থেকে শেখা একটা জিনিস আমার ভীষণ ভাল লেগেছিল । তিনি বলেছিলেন এমন মানুষের সাথে কাজ করো যাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। কারণ ছবিতে শুধু অভিনয় নয় , অভিজ্ঞতা সঞ্চয় করা স্মৃতি নিয়ে ঘরে ফেরা।”

শাহরুখ খানের সাথে তার সম্পর্ক খুবই ভালো এবং সে কারণেই তার প্রথম হিরোর কথা সে আজ মেনে চলে।  সম্প্রতি মুক্তি পেয়েছে অতিথিতে তার ছবি গেহরাইয়া। এই ছবি থেকে দর্শকমহলে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ মনে করেছে এটি একটি তিক্ত বাস্তবের কালো পর্দার উন্মোচন আবার কেউ কেউ শুধুই যৌনতার গন্ধ পেয়েছে ছবি জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here