Calcutta time : বর্তমানে করোনা আবহে উৎসবের আমেজ অব্যাহত, দুর্গাপুজোর পর এবার দীপাবলি, আলোর উৎসবে মেতেছে মানুষ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় এই কালী পুজো বা শ্যামা পুজো, আঠারো শতকে প্রকাশিত ‘কালী সপর্যাসবিধি’তে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান প্রথম পাওয়া যায়, বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। বাংলার বাইরে এই উৎসব মূলত দিওয়ালি নামে পালিত হয়, দেখে নিন কালী পুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার সময়সূচি –

পঞ্জিকা মতে কালীপুজো পড়েছে ৪ নভেম্বর, ২০২১ সালে বৃহস্পতিবার পড়েছে দীপান্বিতা অমাবস্যা ফলে বহু বাড়িতে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা হয়, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে অমাবস্যা তিথি রয়েছে তাতে এই বিশেষ কালীপুজো পালন করা হয়

অমাবস্যা তিথি – ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে, লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত, এদিকে ৫ নভেম্বর রাত ২ টো ৪৪ মিনিটে সম্পন্ন হবে অমাবস্যা তিথি, ফলে তার মধ্যেই কালীপুজো সম্পন্ন করতে হবে

প্রসঙ্গত উল্লেখ্য কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়, ওই দিন চোদ্দ শাক খেয়ে বাংলার ঘরে ঘরে অন্ধকার দূর করে ১৪ টি প্রদীপ জ্বেলে ‘শুভ সময়’কে ঘরে আমন্ত্রণ জানানো হয় বলে অনেকে এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here