Calcutta time : আজকে রাত পোহালেই এ রাজ্যে প্রাথমিক টেট। রবিবার বেলা ১২টায় শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। ১ হাজার ৪৫৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। এত সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াতের জন্য পরিবহণের যাতে কোনওরকম ফাঁকফোকর না থাকে সেজন্য কোমর বেঁধে নামছে পরিবহণ দপ্তর। রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস ও ৩৬ হাজার বেসরকারি বাস। সব মিলিয়ে ৩৮ হাজার বাস নামবে। শুধু বাস কিংবা অটো নয়। টোটো এমনকী, ফেরি পরিষেবাও থাকবে প্রচুর পরিমাণে। চলবে বাড়তি ট্রেনও। পূর্ব রেল জানিয়েছে, বাড়তি ১৬ জোড়া ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। হাওড়া, আসানসোল, মালদা ও খড়গপুর ডিভিশনে সপ্তাহের অন্যান্য দিনের মতোই ট্রেন চলবে আগামী রবিবার, পরীক্ষার দিন।
উল্লেখ্য, রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার জানিয়েছেন, রবিবার টেটের পরীক্ষার্থী, অভিভাবক মিলিয়ে দশ লক্ষের কাছাকাছি মানুষ পথে নামতে পারেন। তাই সরকারি, বেসরকারি মিলিয়ে ৩৮ হাজার বাস নামবে আগামিকাল। রবিবার ছুটির দিন হলেও বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক রাখতে বেসরকারি বাস মালিক এবং কর্মচারীদের কাছে আবেদন করেছেন পরিবহণমন্ত্রী। এছাড়া, পরীক্ষার্থীদের পরিবহণ সংক্রান্ত কোনও অসুবিধায় যাতে না হয়, তার জন্য রাজ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্গাপুর হেডকোয়ার্টার কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েবেন উজ্জ্বল সামন্ত আর বাপ্পাদিত্য মণ্ডল।
এদিন ফোন নম্বর ৭৩৬৩৯২০০৭০। বাপ্পাদিত্য মণ্ডল ৯৪৩৪৬৭৩৮৪২। ডিইও শুভেন্দু দাস ৭৬৯৯৯৯৫৯১০। বেলঘরিয়া ডিভিশনাল অফিসের দায়িত্বে থাকবেন, সুব্রত মজুমদার, গোবিন্দ দাস, আকাশ দত্ত। তাঁদের নম্বর ৯৮৭৫৩৭৪২২৭, ৯৮৩৬৯৫৬১৯৯, ৮৭৭৭০৪৭১৪৭।