Calcutta time : খুব তাড়াতাড়ি বিখ্যাত শিল্পপতি এবং ‘টাটা সন্স’-এর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার জীবনের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র বড় পর্দায় আসতে পারে। রতন টাটার বায়োপিক তৈরির জন্য ইতিমধ্যেই গবেষণা শুরু হয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে এই ছবির পরিচালনার দায়িত্ব নিচ্ছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সুধা কোঙ্গারা।

এদিন জানা যাচ্ছে যে, এমন অনেক তথ‍্যই ছবিতে থাকবে যা মানুষের কাছে অজানা। এও শোনা গিয়েছে, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সুধা কোঙ্গরা এই ছবিটির পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন। আপাতত ছবির চিত্রনাট‍্যের উপরে কাজ চলছে। ২০২৩ এর শেষের দিকে শুরু হবে শুটিং

রতন টাটা নিজেও যে তরুণ বয়সে অত‍্যন্ত সুপুরুষ ছিলেন তা প্রমাণ হয়ে গিয়েছিল তাঁর ভাইরাল ছবি থেকেই। তাঁর ভূমিকায় তাই কোন অভিনেতাকে দেখা যাবে তা নিয়েও প্রশ্ন থাকবেই। সূত্রের খবর মানলে, এই বায়োপিকের জন‍্য বলিউডের অভিষেক বচ্চনের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির সুরিয়াকেও প্রস্তাব দেওয়া হবে। তবে বিষয়টা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষনাই করা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের সবথেকে বড় শিল্পপতিদের মধ‍্যে একজন রতন টাটা। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম‍্যান থেকেছেন তিনি। ২০১২ সালে অবসর গ্রহণ করেন এই শিল্পপতি। ২০০৮ সালে তাঁকে পদ্ম বিভূষণ সম্মান দেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here