দর্শক বিহীন পুজো মণ্ডপ, আদেও কি ঘুরতে যেতে পারবেন, কি করতে পারবেন দেখুন।।দর্শক নো এন্ট্রি দর্শনার্থীরা নো এন্ট্রি তাহলে পূজামণ্ডপে ঢুকবে কারা ? কি কি নিয়ম মানতে হবে দেখুন : করণা সংক্রমণ এড়ানোর জন্য এই সব প্রস্তুতি।কেরালা ওনাম উৎসব এর পর সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী তাই বাঙালি সবথেকে বড় উৎসবে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না কলকাতা হাইকোর্ট।
করো না সংক্রমণ আটকাতে, পূজামণ্ডপগুলোতে নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দিল কলকাতা হাইকোর্ট।পুজো মণ্ডপে এবার থাকবে নো এন্ট্রি। সমস্ত পুজো মণ্ডপ গুলি হল কনটেইনমেন্ট জোন। শুধুমাত্র উদ্যোক্তাদের ছাড়া,আর যারা পূজোর কাজ করবে তাদের ছাড়া দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ,
এ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। প্যান্ডেল এরিয়ায় থাকবে বাফার জোন,প্যান্ডেলের সামনে ব্যারিকেড দেওয়া থাকবে ছোট হলে 5 লিটারের মধ্যে লাগাতে হবে এবং বড় মন্ডলের 10 মিটারের মধ্যে লাগানো থাকবে বোর্ড। তাও একসাথে 25 জনের বেশি উদ্যোক্তারা মণ্ডপে থাকতে পারবেন না। আর শুধু তারাই ঢুকতে পারবে যাদের নাম বোর্ডে লেখা থাকবে।
এদিন কলকাতা হাইকোর্টে বলে কোন সন্দেহ নেই যে রাজ্যের পর্যাপ্ত গাইডলাইন রয়েছে। এটাও ঠিক যে পুলিশ প্রশাসন তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন কিন্তু তারা সীমাবদ্ধ। লাখ লাখ দর্শক নিয়ন্ত্রণে মাত্র 30 হাজার পুলিশ এটা অসম্ভব ব্যাপার। এদিন আদালতে বিচারপতি জানান লক্ষ লক্ষ ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে দোষ দেওয়া যায় না। তাদের ও সীমাবদ্ধতা রয়েছে তাই বিকল্প ব্যবস্থা রূপে মণ্ডপ গুলি কে কনটেইনমেন্ট জোন বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। লক্ষ্মী পুজোর চারদিন পর আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্যের পুলিশের ডিজিপি