বিনীতা দাস : রান্নায় স্বাদ আনতে আমরা তেজপাতা ব্যবহার করে থাকি।
শুধু তাই নয় এতে আছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন-সি। তাই স্বাদ এর পাশাপাশি তেজপাতায় পুষ্টি ভর্তি।
অবাক করার বিষয় হলো তেজপাতা রূপচর্চাতে ব্যবহার হয়। তাই দেখে নিন কিভাবে ঠিকথাক ত্বক পরিচর্চায় তেজপাতা ব্যবহার করবেন।
১) তেজপাতা এবং দই –
প্রথমে মিক্সিতে শুকনো তেজপাতা গুঁড়ো করে নিতে হবে। এরপর এক চামচ তেজপাতার গুঁড়ো নিয়ে তাতে অল্প মধু এবং দই ভালো করে মিশিয়ে নিয়ে ১০ – ১৫ রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। দই এবং মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই মিশ্রণটির ব্যবহারে ত্বক তাজা হয়ে ওঠে।

২) তেজপাতার গুঁড়ো এবং গোলাপ জল –
একটি পাত্রে তেজপাতার গুঁড়ো নিয়ে তাতে দু – তিন চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ১০ – ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুদিন ব্যবহার করলে ফল দেখতে পাবেন।
৩) লেবু ও তেজপাতা –
প্যাকটি তৈরি করতে হলে আগে একটি পাত্রে দু-চামচ লেবুর রস নিয়ে তাতে তেজপাতার গুঁড়ো মেশাতে হবে। এরপর প্যাকটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। তারপর অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নিন।




