Calcutta time : ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। কিছুদিন পরেই পুরসভা ভোট। প্রাথীদের প্রচার জোরকদমে চলছে কারণ হাতে বেশি সময় নেই। এরই মধ্যে ব্যারাকপুরে দেখা গেল এক অভিনব উদ্যোগ। প্রাথীরা তো প্রচারে বেরোচ্ছেন মানুষের সমস্যার কথা শুনছেন আবার সমাধানও করছেন।
তবে এবার ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়া হল পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের কামনায়। এদিন ব্যারাকপুর পৌরসভার ২৪ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের কামনায় অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়া হলো।
ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য জানান, “পৌর নির্বাচনের ঘোষণা হয়ে গেছে। তৃণমূল ছাত্র পরিষদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ব্যারাকপুর পৌরসভার ২৪টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের কামনায় অন্নপূর্ণা মায়ের কাছে পুজো দিলাম
এছাড়াও ইতিমধ্যে বিধাননগরের ফলাফল বেরিয়েছে সাথে বাকি তিন পুরসভার, সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করেছে। আগামীদিন যাতে ব্যারাকপুরে ২৪টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও জয়লাভ করে তার জন্যই মায়ের কাছে আজকে পুজো দেওয়া হলো”।