তৃণমূলে বাজিমাত ইয়ুথ ইন পলিটিক্স কর্মসূচিতে
ক্যালকাটা টাইম : 2021 এ বিজেপিকে নতুন কৌশল তৃণমূল কংগ্রেসের, ইতিমধ্যেই বহু জায়গা থেকে কর্মী-সমর্থকরা দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করছে। এবার তৃণমূলের উত্তরসূরিদের খুঁজতে ঘোষণা করা হয়েছিল ইয়ুথ ইন পলিটিক্স কর্মসূচি। তৃণমূলকে 2021 এ জয়ী করতে, করোণা আবহের মধ্যে রণনীতি ঠিক করে ফেললেন প্রশান্ত কিশোর। এর আগেও প্রশান্ত কিশোরের একাধিক রণনীতি বিজেপি থেকে বহু জাতীয় দলকে ক্ষমতার লড়াইয়ে জিতিয়েছে।
প্রশান্ত কিশোরের ঘোষিত ইয়ুথ ইন পলিটিক্স ব্যাপকভাবে সাড়া ফেলেছে গোটা রাজ্যে। প্রায় চার লাখের বেশি যুবক রাজনীতিতে যোগদান করেছেন ।এবং গতকাল যুবকরা তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। গত একমাস ধরে চলছিল এই কর্মসূচি যোগ দিচ্ছে যুবসমাজ। আসন্ন নির্বাচনের আগে পার্টির সংগঠন মজবুত করতে হবে, আর বিজেপিকে চাপের মধ্যে ফেলতে হবে এই নীতিতেই চলছেন প্রশান্ত কিশোর। N 24 পরগনা জেলায় জ্যোতিপ্রিয় মল্লিক , দেবরাজ চক্রবর্তী যোগদান করাচ্ছেন দক্ষিণ 24 পরগনায় যোগদান করা শুভাশিস চক্রবর্তী । পূর্ব মেদিনীপুরে যোগদান করাচ্ছেন শিশির অধিকারী নদিয়ায় যোগদান করেছেন মহুয়া মিত্র হুগলিতে দিলীপ যাদব এবং হাওড়ায় লক্ষ্মীরতন শুক্লা।