Calcutta time : আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সিঙ্গুরে তিনদিনের ধরনা কর্মসূচির ডাক দিল রাজ্য বিজেপি, এই ধরনা ঘিরে ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, কারণ গত রবিবারই মঞ্চ বাঁধতে গিয়ে রাজ্য পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছে বিজেপির স্থানীয় নেতারা, যদিও ধরনা নিয়ে দল যে এক পা পিছু হঠবে না মঙ্গলবার সে বার্তাই দিয়ে রাখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, জানিয়ে দিলেন এদিন তিনি নিজে উপস্থিত থাকবেন ধরনামঞ্চে

মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ জানান, বিরোধীরা আন্দোলন করবে, ফলে পুলিশও কোনও না কোনওভাবে আটকাবে, তবে তার মধ্যেই বিজেপির আন্দোলন চলবে দিলীপ ঘোষ জানান, নিয়ম-নীতি মেনে প্রশাসনকে জানিয়ে অনুমতি নিয়ে আন্দোলন করতে গেলেও এ রাজ্যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করে সরকার

তাঁর কথায় “বিরোধীদের আন্দোলন দেখলেই পুলিশ আটকাবে, কারণ সরকার তো কাউকে ছাড়বে না তার মধ্যেও আমাদেরও আন্দোলন করতেই হবে সমস্ত নিয়ম মেনে প্রশাসনকে জানিয়েই আমরা আন্দোলন করতে যাই, তারপরও আমাদের আটকে দেওয়া হয় এটাই চিন্তার বিষয় আমি নিজেও যাব আজ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here