Calcutta time : ‘কোথা থেকে এত টাকা পাবো আমরা’? বকেয়া ডিএ নিয়ে এবার কেন্দ্রকে একি বলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সভা থেকে বললেন, ‘কেন্দ্র টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে, মিথ্যা বলছে। আমি তো ম্যাজিশিয়ান নই’।

এদিন শহিদ মিনারের পাদদেশে বসেছেন রাজ্য কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণার পর ফের কর্মবিরতি ডাক দিল যৌথমঞ্চ। কবে? ২০ ও ২১ ফেব্রুয়ারি। আগামিকাল অর্থ্যাৎ শুক্রবার রাজ্যজুড়ে পালিত হবে ধিক্কার দিবস। আন্দোলনকারীদের দাবি, ৩ শতাংশ নয়, বকেয়া ডিএ মেটাতে হবে।

উল্লেখ্য, এদিন মেদিনীপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তো ম্যাজিশিয়ান নই।  অনেকে বলেন, এটা পেলাম, ওটা দাও। যেটা পেলে সেটা ধরে রাখতে গেলে, যে টাকার প্রয়োজন, সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। মিথ্যা বলছে। জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না’।

এদিকে কেন্দ্রের বিরুদ্ধে যখন বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী, তখন বকেয়া ডিএ-র দাবিতে রাজভবনে দরবার করল যৌথমঞ্চ। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন মঞ্চে ৪ প্রতিনিধি। সঙ্গে ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here