সারাবিশ্ব আজ মহামারীর কবলে সেই মহামারীর নাম হল নোবেল করোনাভাইরাস ।এই নোবেল করেনা ভাইরাসের আক্রমণ থেকে কিন্তু পার পায়ন ইন্ডিয়া বিশ্বের সব দেশে এই ভাইরাস আক্রমণ করেছে কিন্তু এখন আমাদের ইন্ডিয়ায় হ্রাসের প্রভাব বৃহৎ আকারে পড়েছে.
এই ভাইরাস থেকে মুক্তি পেতে সাহায্য করছে, পুলিশ ডক্টর এবং সাফাই কর্মীরা তিনজনই অতুলনীয় ভাবে সাহায্য করে চলেছে কিন্তু এদের মধ্যে প্রধান হলেন ডক্টর কারণ তারা শুধু এই রোগের চিকিৎসায় নয় তারা কিন্তু এই রোগের ওষুধ নিয়ম লেগে আছে যে কবে তৈরি হবে। ইতিমধ্যেই কিন্তু জানা গেছে কিছু ডক্টররের না কি করনা হয়েছে হতেই পারে কারণ তারাও মানুষ এরকমই কিছু সাংবাদিকবন্ধুদের ও হয়েছে সারা বিশ্বব্যাপী অনেক ডাক্তারই কিন্তু করোনা হয়েছে , কিন্তু তারা তা তো ভয় পাইনি আছে কিন্তু আমাদের পাশে,
আপনাদের কাছে একটি বিনীত নিবেদন যে আপনারা ডাক্তারদের দেখলে অযথা তারা করবেন না বা তাদেরকে লাঞ্ছিত করবেন না তারা কিন্তু আপনাদের জন্যই সারা দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে এখন কিন্তু আমাদের এই ইন্ডিয়া কে বাঁচাতে পারে ডাক্তাররাই আর তাতে সাহায্য করছে সাফাই কর্মী ও পুলিশ।
Follow us on YouTube open YouTube and search Calcutta Time. Followers Instagram Twitter Facebook and Skype. (For advertisement call 8777703125)