Calcutta time : আজ অর্থাৎ শুক্রুবার ওমিক্রনের খোঁজ মিলেছে ভারতে তবে করোনা কিছুটা নিয়ন্ত্রণে, এরই মধ্যে পড়ুয়াদের জন্য টেস্ট পরীক্ষার কথা ঘোষনা করা হলো শিক্ষামহল থেকে পরীক্ষা দিতেই হবে পড়ুয়াদের
উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে ৫০ নম্বরের, মাধ্যমিকের কত নম্বরে টেস্ট নেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল, তবে ইতিমধ্যে ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ, সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন “প্রতি বিষয়ে আমাদের ৯০ নম্বর করেই টেস্ট হয় এবারও তাই হবে” এছাড়াও ১৩ থেকে ২৪শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে পর্ষদ
প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ই নভেম্বর নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হয়েছে, ২০২২-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশিত, দুইটি পরীক্ষার আগেই টেস্ট হবে দুই ক্ষেত্রেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে নির্দিষ্ট স্কুল, উত্তরপত্র দেখার দায়িত্বও স্কুলের প্রতিদিন পরীক্ষা মিটলে প্রশ্নপত্র মেল করে পর্ষদে পাঠাতে হবে, বাছাই করা প্রশ্ন নিয়ে টেস্ট পেপার তৈরি করবে পর্ষদ
এদিকে সংগঠনের তরফে অনিমেষ হালদার বলেন “ক্লাস শুরুর এক মাসের মধ্যে পরীক্ষার্থীদের কাছে টেস্ট পরীক্ষা খুবই কষ্টকর, বহু ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে অংশ নিতে পারেনি, আমরা পর্ষদের কাছে মডেল প্রশ্ন দাবি করছি”