Calcutta time  :   পায়খানা পাওয়া একটি সাধারণ বিষয়। নিয়ম মতো, আমরা খাবার খাই। আর সেই খাবার শরীরে যায়। তারপর সেই খাবার থেকে প্রয়োজনীয় উপাদান শরীর গ্রহণ করে ফেলে। এই প্রয়োজন পূর্ণ হয়ে গেলেই বাদবাকি খাবার মল হিসাবে শরীরের বাইরে বেরিয়ে যায়। এটা হল একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনরকের আবার দিনে ১ থেকে ২ বার পায়খানা হয় এটাও স্বাভাবিক।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, টেনশনে অনেকের পায়খানা হয়। যেমন আপনার কোনো পরীক্ষা রয়েছে। মাথায় রয়েছে ভীষণ চাপ। এবার পরীক্ষার এই চাপের কারণে আপনার পায়খানা পাচ্ছে। আবার পরীক্ষা কাটিয়ে যখন আসা হল কাজের দুনিয়ায়, তখন কোনো কঠিন কাজ দেখলেন তখন আপনার পায়খানা পেতে পারে।

 তবে, জানলে অবাক হয়ে যাবেন এর পিছনে থাকতে পারে অনেক বড় সমস্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই জিনিসটি নিয়ে সচেতন হতে হবে।

এ নিয়ে কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, “হ্যাঁ অনেক সমস্যাই দেখা দিতে পারে। এক্ষেত্রে আমাদের তাই অন্ত্রের স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে সমস্যার কারণ খুঁজে বের করতে হবে।”

আসলে এই সমস্যার পিছনে থাকতে পারে IBS, এর পুরো কথা হল ইরিটেবল বাওয়ালে সিনড্রোম। এক্ষেত্রে মস্তিষ্কের সঙ্গে এই রোগের একটা যোগ রয়েছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সচেতন থাকতে হবে। তবেই সমস্যার সমাধান করা যাবে বলে জানালেন ডা: পাল।

সবশেষে বলা হচ্ছে, এই রোগ ফেলে রাখা উচিত হবে না। কোনও সমস্যা বুঝলেই চিকিৎসকের কাছে আসুন। তিনি ঠিক রোগ নির্ণয় করে ফেলতে পারবেন। অন্যথায় আপনি নিজেই সমস্যা পড়বেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here