টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর

ইতিমধ্যে চাকরি প্রার্থীদের (TET) জন্য সুখবর জানালো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন। এবার ৪৬৭ জন টেট উত্তীর্ণকে স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হল। সোমবার এই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকাও।

২০১৪ সালে টেটে উত্তীর্ণ ৪৬৭ জনকে চাকরির জন্য ডাকল পর্ষদ। এই ৪৬৭ জন অনলাইনে আবেদন জমা করতে পারেননি। তাঁদের অফলাইন আবেদনকে মান্যতা দিয়েই স্ক্রুটিনির জন্য ডেকে পাঠানো হয়েছে।

আগামী ২০শে সেপ্টেম্বর ২০.০৯.২০২১ ও ২১শে সেপ্টেম্বর ২১.০৯.২০২১ এই স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভা হবে। কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিক্ষা ভবনে এই পর্ব চলবে।

এছাড়াও ২০২১ সালের ১০শে জানুয়ারি পর্যন্ত অফলাইন আবেদনের ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া চলছে। এই ৪৬৭ জনই ২০১৪ সালে টেট পাশ করেছেন। প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। ২০২০ সালের ২৩ ডিসেম্বরের নিয়োগ সংক্রান্ত নোটিসের ভিত্তিতেই তাঁদের ডাকা হয়েছে।

নথি লাগবে –
১. টেটের অ্যাডমিট কার্ড
২. টেট কোয়ালিফিকেশনের ডাউনলোড করা ডকুমেন্ট
৩. মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড
৪. মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট
৫. উচ্চ মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট
৬. ট্রেনিং কোয়ালিফিকেশনের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট
৭. গ্র্যাজুয়েশনের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট
৮. অরিজিনাল কাস্ট সার্টিফিকেট

চলতি বছরের শুরুতেই টেট সংক্রান্ত এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল, যত বেশি শিক্ষক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তত বেশি ভাল শিক্ষক পাওয়া যাবে।

গত ২৩শে ডিসেম্বর বিজ্ঞপ্তির ভিত্তিতে আগামী ৩১শে জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগে হাইকোর্টের নির্দেশ ছিল ২৯শে জানুয়ারি অফলাইনে আবেদন করার সুযোগ পাবেন মামলাকারী টেট পরীক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here