Calcutta time : চিন্তার ভাঁজ ছিল, জল্পনা চলছিল, অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পড়ল সিলমোহর, ১৫ – ১৮ বছর বয়সীদের টিকাকরণ স্কুলেই হবে, বৃহস্পতিবার স্বাস্থ্যভবনের তরফে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্যজুড়ে চলবে এই কর্মসূচি
বৃহস্পতিবার বিকালে জেলা স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্য ভবন, সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল পড়ুয়াদের টিকাকরণ হবে স্কুলেই বুধবারই পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে নির্দেশিকা জারি করা হয় যে ৩রা জানুয়ারি সোমবার থেকে প্রত্যেক পুরএলাকার অন্তত একটি করে স্কুলে টিকাকরণ হবে, ৪ঠা জানুয়ারি থেকে এই স্কুলের সংখ্যা আরও বাড়বে
বুধবার সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, স্কুলে স্কুলে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তাঁরা, কলকাতা পুরসভার বিভিন্ন বরোর নানা স্কুলে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, স্কুলকেও সে জন্য পরিকাঠামো তৈরি করে রাখার কথা বলেছেন তিনি এছাড়া চিকিৎসক রাখার কথাও বলেছেন তিনি মেয়র জানিয়েছে “প্রাইভেট স্কুলে চিকিৎসকের ব্যবস্থা যেন থাকে, সরকারি স্কুলে আমরাই চিকিৎসকের ব্যবস্থা করব”