জ্যাকলিন ফার্নান্ডেজ নামটা কারোরই অজানা নয় রিসেন্টলি একটি মুভি আসতে চলেছে নেটফ্লিক্সে , যার নাম হতে চলেছে মিসেস সিরিয়াল কিলার জ্যাকলিন ফার্নান্ডেজ নিজেই কিন্তু ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন এই মুভির কিছু দৃশ্যের মুভিটি নতুন শুটিং করা চালু হয়ে গেছে হয়তো খুব শিগগিরই আপনাদের কাছে মুভিটি এসে পৌঁছবে,
জ্যাকলিন ফার্নান্ডেজ এর সাথে নেটফ্লিক্স এর কাজ এটা কিন্তু নতুন নয় এর আগে একটি মুভি এসে গেছে জ্যাকলিন ফার্নান্ডেজ দ্বারা নেটফ্লিক্স এই মুভিটির নাম হল ড্রাইভ ড্রাইভের পরেই কিন্তু আসতে চলেছে এই মিসেস সিরিয়াল কিলার এই মুভির শুটিং লকডাউন এই চালু হয়ে গেছে এখন কিন্তু সিনেমা হল বন্ধ আপনারা কিন্তু বাড়িতে বসেই নেটফ্লিক্সের এইমুভিগুলো দেখতে পাবেন খুব শিগগিরই আসতে চলেছে এই মুভিটি জানিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল এর দ্বারা।
আপনাদের কাছে একটি বিশেষ আবেদন আপনারা কেউ লকডাউন কে হালকা ভাবে নেবেন না আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন