Calcutta time  :  খবরের শিরোনামে ইতিমধ্যে  জায়গা করে নিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার তাঁকে দেখাও যাবে হলিউডে। যেই ছবির নাম হল ‘টেল ইট লাইক আ উওম্যান’।

বর্তমানে একাধিক ছবির শ্যুটিং-এর সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। ভুত পুলিশ থেকে শুরু করে বচ্চন পান্ডে, ছবির তালিকায় মোট ১১টি এন্ট্রি তাঁর। তবে বর্তমানে তিনি সেই খবর ছাপিয়ে পুলিশের জেরার মুখে ভাইরাল। বর্তমানে আর্থিক তছরূপের কেসও রয়েছে তাঁর নামে।

তবে, এই সেলেবের মাসিক ইনকাম জানলে অবাক হবেন আপনিও। বর্তমানে মোট ৭৫ কোটি টাকার মালিক এই অভিনেত্রী। ১০ মিলিয়ান ডলার বর্তমানে রয়েছে জ্যাকলিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও রয়েছে বহু দামী জিনিস।

  সূত্রের খবর, জ্যাকলিন বর্তমানে নিয়ে থাকে এক একটি ছবি করতে ৩ থেকে ৪ কোটি টাকা। সাহো সিনেমার একটি গানের জন্য তিনি নিয়েছিলেন ৩ কোটি টাকা।

এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকেন জ্যাকলিন। যেমন বডি শপ থেকে শুরু করে ভ্যান হুসেন, লোটাস প্রভৃতি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।

বর্তমানে তাঁর ১০টিরও বেশি ফ্ল্যাট রয়েছে। অধিক ফ্ল্যাট আছে মুম্বাইতে।

এছাড়াও তাঁর রয়েছে বিভিন্ন গাড়ির কালেকশন। যার মধ্যে অন্যতম হল বিএমডাব্লুউ, জিপ, রেঞ্জ রোভার প্রভৃতি। যা বিভিন্ন অনুষ্ঠানেই জ্যাকলিনের সঙ্গে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here