Calcutta time : এবার থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। অনলাইনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি এই ভর্তি করাবে। বিকাশ ভবন সূত্রের খবর, এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি জানিয়েছেন। এ নিয়ে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনায় বসতে চলেছে উচ্চশিক্ষা দফতর।

এদিকে বিকাশ ভবন সূত্রের খবর, এবার থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে। পড়ুয়ারা সেখানেই ওই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। সেখানেই ভর্তির জন্য আবেদন করবেন। একজন পড়ুয়া একসঙ্গে কটি কলেজে আবেদন করতে পারবেন, সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আগে অনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট ফি দিতে হত। করোনার কারণে কলেজে আবেদনের জন্য গত দুবছর ধরে ছাত্রছাত্রীদের ফি দিতে হচ্ছে না। এ বার তা দিতে হবে কি না, তাও জানানো হয় নি

শিক্ষামহলের একাংশের বক্তব্য, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি চালু হলে বছরের পর বছর ভর্তি নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠছে, তা দূর হবে। সেই সঙ্গে কলেজগুলিতে আসন ফাঁকা থাকার সমস্যারও কিছুটা সমাধান হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার কেন্দ্রীয় ভাবে পড়ুয়া ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল। সে সময়েও শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তখন সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যায়নি। এবার তা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here