Calcutta time : কোনও সাধারণ কাজ, স্কুল-কলেজের পরীক্ষা , চাকরীর পরীক্ষা বা যেকোনও শুভ কাজে সাফল্য কিছুতেই আসছে না , সাফল্য লাভ করতে গেলে কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই রকম অবস্থায় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি। অনেকে ভাগ্যের দোহাই পেড়ে নিজের কৃতকর্মের দোষারোপও করেন। আসুন না , একবার চেষ্টা করেই দেখি না , সামান্য প্রচেষ্টায় এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি কি না! বেশ কয়েক বছর আগে বাংলাদেশের চট্টগ্রামের এক তান্ত্রিক সাধুমহাশয় এই পদ্ধতিটি বলেছিলেন , সকলের সুবিধার্থে পদ্ধতিটি পোস্ট করলাম।

রবিবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে নিজের সাথে একটা নিখুঁত পানপাতা সঙ্গে রাখতে হবে।

সোমবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে আয়নায় যত্নসহকারে নিজেকে দেখতে হবে।

মঙ্গলবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে খাবার পাতে মিস্টি খেয়ে বের হতে হবে।

বুধবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে কিছু সবুজ ধনেপাতা খেয়ে বের হতে হবে।

বৃহস্পতিবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে কালো সরষের দানা চিবিয়ে বের হতে হবে।

শুক্রবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে দই-ভাত খেয়ে বের হতে হবে।

শনিবার কোনও শুভ কাজে সাফল্য করতে , বাড়ী থেকে বের হবার আগে আদা ও ঘি খেয়ে বের হতে হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here