Calcutta time : আমাদের দৈনন্দিন জীবনে বদলের কারণে বর্তমানে যেকোনও বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। মূলত, যে খাবার আমরা খাচ্ছি বা যেভাবে দিন যাপন করছি তাতেই এই ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
সাধারণত, হার্ট অ্যাটাকের ঝুঁকি তখনই বাড়ে যখন হৃদপিণ্ডে কোনও সমস্যা দেখা দেয়। মূলত, হৃদযন্ত্রে সঠিক পরিমাণে এবং সময়ে রক্তের প্রবাহ ঠিক না থাকলে তবেই হার্ট অ্যাটাক হয়। যদিও, এই একটি কারণেই নয়, অন্যান্য একাধিক কারণ থাকে এই সমস্যার।
কীভাবে বুঝবেন হার্ট অ্যাটাক আসার আগের লক্ষণগুলি?
১) হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে ব্যথা এবং শরীরে একটি অদ্ভূত অস্থিরতা হতে থাকে। এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিন। ফেলে রাখবেন না।
২) কিছু মানুষের এই পরিস্থিতে মাথাও ঘুরতে পারে। সেই সঙ্গে শরীরে ক্লান্তির অনুভূত হতে পারে। এই ধরনের কিছু মনে হলেই কথা বলুন চিকিৎসকের সঙ্গে।
৩) বিনা কারণে অতিরিক্ত ক্লান্তি, শরীরে অস্থিরতা এবং বমি বমি ভাব হার্ট অ্যাটাক আসার আগে সংকেত হতে পারে। মনে রাখা দরকার এই ধরনের লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের মধ্যেই দেখা দেয়।




