বিনীতা দাস : কিভাবে নিজের লুক বদলাবেন, সবার নজর কেড়ে নেবেন সহজেই এই চিন্তায় অনেকেই ভাবতে থাকেন। সবার আগে তো মাথায় আসে হেয়ার ট্রিটমেন্ট এর কথা।
জাভেদ হাবিবের টিপসগুলো দেখে নিন –
ধরুন আপনি চুলে বিভিন্ন কালার করতে পছন্দ করেন। এর জন্যে আপনাকে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে চুলে রং করাতে হয়। এই নিয়ে হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব বলেছেন,
চুলে রং করা এবং সেটি দীর্ঘস্থায়ী করতে প্রথম এবং গুরুত্বপূর্ণ হল প্রি-কন্ডিশনিং। এমনকি যারা হেয়ার স্ট্রেটনিং ( রাসায়নিক পদ্ধিতে চুল সোজা করা) বা হেয়ার রিবন্ডিং করে থাকেন তারাও চুলকে দীর্ঘস্থায়ী করতে এবং চুলকে ভালো রাখতে এই প্রি-কন্ডিশনিং পদ্ধতি অবলম্বন করুন।
প্রি-কন্ডিশনিং এর অর্থ হল শ্যাম্পু করার আগে চুলের যত্ন নেওয়া।
শ্যাম্পু করার আগে চুলে কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা জেল বা যে কোনো হেয়ার ওয়েল লাগাতে পারেন। এটি আপনার চুলের রং কে দীর্ঘস্থায়ী করবে এবং চুলকে ক্ষতির হাত থেকেও রক্ষা করবে।
এছাড়াও রিবন্ডিং করা চুলও এই প্রি-কন্ডিশনিং এর জন্য উজ্জল দেখায়।
আপনি যদি এই স্ট্রেট হেয়ার দীর্ঘসময় ধরে রাখতে চান তাহলে প্রি-কন্ডিশনিং অবশ্যই করতে হবে। এটি চুলে একধরনের স্তর তৈরি করে যা শ্যাম্পুর কারণে চুলে প্রভাব কমায়।
শ্যাম্পুতে থাকা রাসায়নিক মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয় যার ফলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এছাড়াও চুলের রং এবং রিবন্ডিং এর ও ক্ষতি করে। প্রি-কন্ডিশনিং শুধুই চুলের ময়লা দূর করে এবং চুলকে রুক্ষ ও শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়।