Calcutta time : বর্তমানে সব বয়সেই সাদা চুলের সমস্যা দেখা যায়, বয়স চল্লিশের কাছাকাছি পৌঁছাতে না পৌঁছাতেই অনেকেরই চুল সাদা হয়ে যায় আবার এখন দেখা যায়, ১৫-১৭ বছর বয়সে অনেকেরই চুল সাদা দেখা যাচ্ছে, কম বয়সে চুল সাদা হয়ে যাওয়ায় অনেকেই চিন্তায় পড়েছে।

এই সমস্যার মুক্তির জন্য অনেকে বাজারের থেকে কিছু জানিস কিনে আনেন, এবং তার ফলে চুলের নষ্ট হয়ে যায় এবং আরো সাদা হয়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক উপায়েও এই সমস্যার সমাধান করা সম্ভব।

জেনে নিন উপায়গুলি –

চা পাতা – আমাদের প্রত্যেকের বাড়িতেই চা পাতা আছে। চুলের জন্য চা পাতার ব্যবহার চলে আসছে অনেক আগে থেকেই, নিষ্প্রাণ চুলকে মোলায়েম এবং সতেজ করতে এই চা পাতা খুবই উপকারী এবং চুল কালো করতে ব্যবহার করা যেতে পারে।

প্রথমে চা পাতা শুকনো করে গুঁড়ো করে নিন,  তার সাথে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। পরের দিন ভালো করে শ্যাম্পু করে নিন , দেখবেন চুল কালো হয়ে গেছে।

আমলকি ও কফি পাউডার –  আমলকির রস মাথায় কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে। তাই চুল কালো করতে এমন আমলকির জুড়ি নেই। প্রথমে আমলকি ছেঁচে রস বের করে নিন। এর সাথে চুলের অনুপাত করে কফি পাউডার মিশিয়ে নিন। তারপর সেটিকে চুলে লাগিয়ে নিন। এক ঘন্টা পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, একটাও সাদা চুল থাকবে‌না। প্রতি সপ্তাহে একবার করে এটি ব্যবহার করাই যায়।

মেহেদী পাতা-   চুল কালো এবং ঝলমলে রাখতে মেহেদী খুবই উপকারী। প্রথমে মেহেদী পাতা-তুলে ধুয়ে বেটে নিন। সেই পেস্টটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। ঘন্টা দুয়েক রেখে চুলে শ্যাম্পু করে নিন। মেহেদী চুলের গোড়া শক্ত রাখতে এবং খুশকি দূর করতে কাজে লাগে। মাসে দুবার করে এটি ব্যবহার করা ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here