কোয়েল বিশ্বাস : দুই বছর পেরিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। রাজনীতিতে ২০১৫ সালে আম আদমি পার্টির হাত ধরে এসেছিলেন তিনি। বিজেপি ও কংগ্রেসের মতো তার রাজনৈতিক দলগুলিকে ধরাশায়ী করেছিল এই দল।

২০২০সালে কেজরিওয়ালের ওপর ভরসা করে বিপুল সংখ্যক ভোট নিয়ে সরকার এলেও দু বছরে তার কাছে খুশি নয় দিল্লিবাসী। এক সমীক্ষায় কেজরিওয়ালের এই জয়প্রিয়তা লক্ষ্য করা গেছে। লোকাল এক সমীক্ষায় দিল্লিবাসীকে প্রশ্ন করা হয়েছিল সরকারের কাজ নিয়ে। প্রতি ৩জন  দিল্লিবাসীর মধ্যে ১ জন আম আদমি পার্টিকে সমর্থন করেছেন। দিল্লির ১১টি জেলায় মোট ৩৭হাজার ৫০০ জনের ওপর এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় ৬৭শতাংশ পুরুষ এবং ৩৩ শতাংশ মহিলা ছিলেন।

সমীক্ষা থেকে বিষয়গুলো উঠে এসেছে

৩১শতাংশ দিল্লিবাসী জানিয়েছেন দুর্নীতি কমাতে কেজরিওয়াল সরকার ইতিবাচক কাজ করেছন এবং ৪৫ শতাংশ মানুষ বলেন দুর্নীতি মোকাবিলায় কোনো কাজ করেননি।

শুধুমাত্র ৩২% দিল্লিবাসী জানিয়েছেন করোনাকালে দিল্লি সরকার ভালো কাজ করেছেন। এবং ৫১% দিল্লিবাসী জানিয়েছেন কোভিড মোকাবিলায় ব্যর্থ কেজরিওয়াল সরকার। করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর ক্ষেত্রে চোখে পড়েনি তার কোনো কাজই।

২১% মানুষ জানিয়েছেন বিগত দু বছরে দিল্লি সরকার বায়ুদূষণে

মোকাবিলায় ভালো কাজ করেছেন, কিন্তু অন্যদিকে ৫১% দিল্লিবাসী জানিয়েছেন বায়ুদূষণ মোকাবিলায় কেজরিওয়াল সরকারের কাজ খুবই কম।

এই সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে সরকারের কাজে খুশি নয় দিল্লিবাসী এবং সব থেকে গুরুত্বপূর্ণ সমীক্ষায় উঠে এসেছেন করোনা কালে দিল্লির সরকারের কাজে খুশি নয়। করোনার দ্বিতীয় ঢেউ যখন চলছিল তখন ভয়ঙ্কর চিত্র দেখে ছিল দিল্লি সে সময় বহু নিন্দার মুখে পড়তে হয়েছিল দিল্লি সরকারকে। হাসপাতালগুলিতে বেডের অভাবের পাশাপাশি অক্সিজেনের অভাব সংকটজনক অবস্থা করে তুলেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here