Calcutta time : করোনা আবহে কবে হবে নিট পরীক্ষা, সেই অপেক্ষাতেই দিন গুনছিল লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। শেষমেষ সোমবার দেশব্যাপী নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। চলতি বছরের ১২ সেপ্টেম্বর সমস্ত কোভিড প্রোটোকল মেনেই নেওয়া হবে পরীক্ষা। আগামী ১৩ জুলাই বিকেল পাঁচটা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইট https://natneet.nic.in এ শুরু হবে রেজিস্ট্রেশন।

পূর্বনির্ধারিত নির্ধারিত তারিখ অনুযায়ী ১ আগস্ট পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। একটি সংবাদ মাধ্যমের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানায় ১ আগস্ট পরীক্ষার দিন বদলাতে পারে। ঠিক তাই হলো। সেপ্টেম্বরেই হবে পরীক্ষা। প্রসঙ্গত, গত বছরেও করোনা আবহে পরীক্ষার দিন পিছিয়ে সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এ ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রক। কোনো ভুয়ো নোটিশ নিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয় সে ব্যাপারেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here