কোয়েল বিশ্বাস : চারিদিকে এতো পরিমানে গাছ কেটে ফেলার জন্য পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় , আমরা নিজেদের ঘরে একটা কোনে এক টুকরো গাছ এনে রাখতেই পারি। তাতে ঘর দূষিত বায়ু থেকে মুক্ত হবে, অন্য দিকে ঘরের সৌন্দর্যতা বঝায় থাকবে। তার থেকেও বড় কথা অজানা গাছ রাখতে আয় উন্নতিও বাড়বে আপনার। আমাদের চারপাশে অজানা এমন অনেক গাছ আছে, যা আমরা অনায়াসে ঘরে এনে রাখতে পারি।
তুলসী – তুলসি গাছ অত্যন্ত উপকারি। সবপ্রকার উপকারের জন্য তুলসি গাছ ঘরে রাখার যায়।
পিসি লিলি – লিলি ফুল সাদা হওয়ার কারনে এটি শান্তির প্রতীকি হিসেবে ঘরে রাখা যায়। এই ফুলকে অত্যন্ত শুভ বলা হয়।
মানি প্ল্যান্ট – মানি প্ল্যান্টকে পজিটিভ এনার্জি হিসাবে ঘরে রাখতে পারেন। এতে বাড়ির মানুষের উপর শুভ প্রভাব ফেলবে। এছাড়াও এর ফলে আয় খুব দ্রুত বাড়ে।
কয়েন গাছ – এই গাছ ঘরে থাকায় অনেক উন্নতি হয়। সংসার ভালো থাকে। তাছাড়া আয়ের ক্ষেত্রেও কোনোরকম বাঁধা থাকে না।
লাকি বাম্বু গাছ – এই গাছ শুধু বাড়িতেই নয়, নিজস্ব দোকানেও এই গাছ রাখতে পারেন। যার ফলে আপনার ইনকাম অনায়াসেই বাড়তে শুরু করবে। কোনো কিছুই থামাতে পারবে না।




