Calcutta time : এবারের গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন নবান্নে মেলায় দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে এক প্রস্তুতি সংক্রান্ত পর্য়ালোচনা বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবারের মেলায় ভিড় সামাল দেওয়ার জন্য ৫১ কিলোমিটার ব্যারিকেড দেওয়া হচ্ছে, বসানো হচ্ছে ১০৫০টি সিসিটিভি, সঙ্গে থাকছে ২০টি নজরদারি ড্রোন এছাড়াও জিপিএস গাইডেড মনিটারিং, ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোল রুম থাকছে

এছাড়াও অনলাইনে থাকছে ই-দর্শন, যেমন অনলাইনে অর্ডার করলে দেশের যে কোনও প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে

থাকছে পিলগ্রিমেজ ম্যানেজমেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম এটি ভিড় সামাল দিতে কাজে লাগবে কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়ারও ব্যবস্থা থাকছে

থাকছে কোভিড ওয়ার্ড সফটওয়ার, সেখানে থাকবে কোথায় কত বেড খালি করোনা সম্পর্কিত অন্যান্য তথ্য

দুর্ঘটনা মোকাবিলায় থাকছে ২১০০ সিভিল ডিফেন্সের কর্মী মোতায়েন থাকবে, এছাড়াও থাকবে অন্য়ান্য স্বেচ্ছাসেবকরা, এসডিআরএফ এনডিআরএফ রেখে দিলেও ভালো হয়

১০টি অস্থায়ী ফায়ার স্টেশন হচ্ছে, সেখানে থাকবে ১০টি ইঞ্জিন, জলের ব্যবস্থা করা হচ্ছে আলাদা করে

তীর্থযাত্রীদের জন্য থাকছে ৫ লাখ টাকা বিমা, এটি লাগু থাকবে ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলায় আগত সবার জন্য এটি প্রয়োজ্য

মেলা প্রাঙ্গন সাফ রাখার জন্য ১০ হাজারের বেশি টয়লেট, ৭টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থাকছে আবর্জনা সাফের জন্য ৩টি ই-কার্টের ব্যবস্থা থাকছে

হাওড়া, শিয়ালদহ বিশেষ ট্রেন

মানুষকে সচেতন করতে কাজে লাগানো হচ্ছে সেলফ হেলপ গ্রুপ

মেলার সব প্রবেশ পথে ১৩টি মেডিক্য়াল স্ক্রিনিং ক‍্যাম্প হচ্ছে , থাকছে ১৩টি আরটিপিসিআর ফেসিলিটি ক‍্যাম্প

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here