রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 65 হাজার ছাড়ালো মৃতের সংখ্যা বেড়ে 1490

কলকাতা টাইম : করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে সারাদেশ রাজ্যজুড়ে করা হয়েছিল লকডাউন, শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর সব কটি দেশ লকডাউন পথ কে অনুসরণ করেছে। কিছু কিছু জায়গায় লকডাউন উঠে গেলেও রাজ্যে ফেরাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রতিদিন যদি লকডাউন থাকে তাহলে মানুষ খাবে কি ? কাজবাজ কিভাবে হবে ? মানুষের দিন চলবে কিভাবে ?। এই সমস্ত কথা মাথায় রেখে লকডাউন খানিকটা হলেও উঠিয়ে দেয়া হয়েছিল শুরু হয়ে গিয়েছে আনলক প্রক্রিয়া।

5 ই আগস্ট থেকে দেশব্যাপী লাগু হবে আনলক (3) ৩.০।এই পর্বে কনটেইনমেন্ট যৌনের বাইরে জিমখানা এবং যোগা কেন্দ্র খোলার অনুমোদন দেয়া হয়েছে। থাকছে না নাইট কার্ফু নতুন গাইড লাইন জারি করে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়। অন্যদিকে পার্ক বিনোদন শপিংমল পাঠশালা স্কুল কলেজ আগের মতোই বন্ধ থাকছে বন্ধ থাকছে ট্রেন ও মেট্রো রেল পরিষেবা। এদিকে দেশের করুন আক্রান্ত সংখ্যা প্রায় 50 হাজার একদিনের নিরিখে তবে কিছুটা হলেও বেড়েছে সুস্থ হবার হার।ডাক্তারদের পরামর্শ অনুযায়ী 10 বছরের নিচে এবং 65 বছরের উপরে সুগার এবং রক্তচাপ রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা স্বাস্থ্যবিধি মেনে করা হবে সরকারি প্রতিষ্ঠান মানতে হবে সামাজিক দূরত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here