Calcutta time : এবার বলিউড যাত্রা পথে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। টলিপাড়ায় শোনা যাচ্ছে এমনি গুঞ্জন। জানা যায়, রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে টলিউডের ‘খোকা’ অনির্বাণকে।
অনির্বাণের বলিউড যাত্রার খবরে বেজায় খুশি অভিনেতার অনুরাগীরা। যদিও অভিনেতার বক্তব্য, ”এবিষয়ে এখনই কিছু বলতে পারব না।” জানা যাচ্ছে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটির পরিচালনা করবেন অসীমা ছিব্বর। যিনি কিনা এর আগে ‘মেরে ড্যাড কি মারুতি’র মতো ছবি পরিচালনা করেছেন। ছবিটির প্রযোজনা করছে জি স্টুডিও এবং এনমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।