Calcutta time : দিনের পর বিখ্যাত হয়ে উঠছে ‘খেলা হবে’ স্লোগানটি। আজ দিল্লির সংসদ থেকে ইউপি, রাজস্থান প্রায় সব জায়গায়তেই আওয়াজ উঠছে ‘খেলা হবে’।

সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধন করে আরও একবার ২৪-এর কথা মাথায় রেখে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ওই স্লোগানটি জনপ্রিয় হয়েছিল গোটা বাংলায়।

সে কথা স্মরনে রেখেই এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “খেলা ছাড়া জীবন চলে না। খেলার মধ্যে দিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও সুস্বাস্থ্য গড়ে ওঠে। জাপানেও অলিম্পিক চলছে। খেলা হবে স্লোগানটা চিরস্থায়ী করা দরকার। বিভিন্ন খেলা ও কর্মসূচির মাধ্যমে খেলা হবে স্লোগানকে কার্যকরী করতে হবে। স্লোগানটা এতটাই জনপ্রিয়, যখন নির্বাচনের সময় গ্রামেগঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত- খেলা হবে।”

এছাড়াও এদিন ত্রিপুরায় বিজেপির ‘খেলা শেষ’ বলে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বাংলার লোক এত ভালোবাসে ‘খেলা হবে’ স্লোগানকে। বিভিন্ন রাজ্য ও সংসদেও এই স্লোগান উঠছে। মনে রাখবেন এটা বাংলার গর্ব। আগামী দিনে সারা দেশে খেলা হবে।”

তাই এবার থেকে প্রতিবছর ১৬ই অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালন করা হবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “ওই দিন একটা খেলার ঘটনাকে কেন্দ্র করে অনেকে মারা গিয়েছিল। আগে অনেক কর্মসূচি হত। প্রতিবছর ১৬ই অগাস্ট পালন করব খেলা হবে দিবস। এটা খেলাধুলোর জগতে আলোড়ন সৃষ্টি করবে। ১ লক্ষ বল গরিব ক্লাবগুলিকে দেব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here