ঈদ ২০২২ : খুশির ঈদে মেতেছে নোয়াপাড়া বিধানসভা ১৩ নম্বর ওয়ার্ড, আমাদের ভারত বর্ষ এবং পশ্চিমবঙ্গে নানা ধর্মের মানুষের বসবাস, ইসলাম ধর্মের মানুষদের সবথেকে বড় উৎসব ঈদ

আজ অর্থাৎ মঙ্গলবার খুশির ঈদ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বঙ্গে পালন হচ্ছে ঈদ উৎসব। বিগত দুবছর ধরে উৎসবে সামিল হতে পারেনি মানুষ। তবে এবার সকাল সকাল উৎসবে মেতেছে খুদে থেকে বড়ো প্রত্যেকে। পাড়ায় পাড়ায় আয়োজন হয়েছে বিভিন্নরকম খেলার মেতেছে খুদেরা।

তেমনি চিত্র দেখা গেল, নোয়াপাড়া বিধানসভার ১৩ নম্বর ওয়ার্ডে। এদিন সকাল থেকেই কাউন্সিলর সুপ্রিয়া দাস সকল ইসলামী ভাইবোনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেন এছাড়াও সকলকে তাঁর তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানানো হলো। আজ সকালেও রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈদ উৎসবের খুশি ভাগ করে নিয়েছে
সবমিলিয়ে, খুশির ঈদ সবার বেশ ভালোই কাটছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রবল গরম থেকে আপাতত রেহাই পেয়েছে বঙ্গবাসী। এদিন সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে রাজ্যের জেলাগুলি। কিছুটা হলেও স্বস্তিতে আছে রাজ্যবাসী




