Calcutta time : বাংলায় দুর্গাপূজার পরই কোভিডের মাত্রা উর্ধমুখী, তারপর আবার সামনেই কালীপুজো এবং দীপাবলি, কোভিডের মাত্রা বাড়বে বই কমবে না, তাই এবার রাজ্যগুলিকে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার একগুচ্ছ বিধিনিষেধের তালিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে
* অনলাইনে উৎসবের উদযাপনে জোর দেওয়া হোক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমন অবস্থায় ঘুরে কেনাকাটার চেয়ে অনলাইন শপিংয়ে উৎসাহিত করা দরকার
* উৎসবের সময় কোভিড বিধি মেনে চলতে হবে
*যে সব জেলায় ৫ শতাংশ সংক্রমণ হার সেখানে কনটেনমেন্ট জোনে ভিড় করা চলবে না
* আগাম ব্যবস্থা নিক রাজ্যগুলি
*নির্দিষ্ট সংখ্যক মানুষকে এক জায়গায় থাকার অনুমতি দেওয়া হোক
*বিপণীবিতান, স্থানীয় বাজার, ধর্মস্থানে বলবৎ হোক কোভিড বিধিনিষেধ
* পরীক্ষা, সনাক্তকরণ, চিকিৎসা, টিকা ও কোভিড বিধি মেনে চলার মতো পাঁচটি বিষয়ে নজর দেওয়া দরকার
সবমিলিয়ে ধরে নেওয়া যায়, এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন রাস্তাঘাটে কোভিড বিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক